আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছিন্নমূল শিশুদের মাঝে আলোকিত নরসিংদীর শীতবস্ত্র বিতরণ

ইতি বর্মণ

নরসিংদীতে অর্ধ শতাধিক ছিন্নমূল শিশুদের গায়ে শীতবস্ত্র বিতরণ করেছেন আলোকিত নরসিংদী নামে একটি সামাজিক সংগঠন। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে নরসিংদী সরকারি কলেজ সংলগ্ন শেখ রাসেল পার্কে ছিন্নমূল শিশুর হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন আবাসন ব্যবসায়ী মোঃ হান্নান মিয়া, নরসিংদী ডায়াবেটিক সমিতির পরিচালক রাসেল বিন হাসনাত, আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।

আলোকিত নরসিংদীর সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল জানান, শহরের সুবিধাবঞ্চিত শিশুদের অক্ষর জ্ঞান শিখানোসহ মাঝেমধ্যে তাদের চাহিদানুযায়ী বিশেষ খাবার প্রদান, ঈদ উদযাপনে আনন্দ ভাগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সবসময় তাদের পাশে থেকে কাজ করছে আলোকিত নরসিংদী।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ