আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চেয়ারম‍্যান মানিক হত‍্যার ২ দিন পর মামলা

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিক হত্যার ২ দিন পর ২১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত হওয়ার দুইদিন পর পাঁচ ডিসম্বর মির্জাচর ইউনিয়ন পরিষদের নিহত চেয়ারম‍্যান মানিকের স্ত্রীর মাহফুজা আক্তার বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন।

এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত ওই ইউপির ৯ নং ওয়ার্ডের সদস্য মরম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শনিবার (৩ ডিসেম্বর) ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরে উপজেলার শান্তিপুর এলাকায় চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

নিহত ইউপি চেয়ারম্যান মানিক মির্জাচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে। তিনি টানা দুই বার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জানা যায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী ছিলেন মো. ফিরোজ মিয়া। নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন জাফর ইকবাল মানিক। নির্বাচনকে ঘিরে দুই চেয়ারম‍্যান প্রার্থীর মধ্যে বিরোধ দেখা দেয়। নির্বাচন পরবর্তী সময়ে পরাজিত চেয়ারম‍্যান প্রার্থী ফিরোজের সমর্থকরা এলাকা ছাড়া  হয়।  শুক্রবার (২ ডিসেম্বর) এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে দুই পক্ষের সমঝোতা  বৈঠক করে। বৈঠকে সমঝোতা না মেনে সভাস্থল ছেড়ে চলে উঠে ফিরোজ সমর্থকরা। শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয়ে শান্তিপুর স্কুল মাঠে দু’পক্ষের মধ‍্যে দ্বিতীয় দফায় সমঝোতা বৈঠকে যোগ দিতে সেখানে যান ইউপি চেয়ারম‍্যান মানিক। এ সময় তাঁকে লক্ষ্য করে প্রতিপক্ষ দলের সন্ত্রাসীদের ছোড়া গুলি তার বুকে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মীর মাহবুব জানান, চেয়ারম্যান মানিক হত্যার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। এ ঘটনায় এক ইউপি সদস্য মরমকে গ্রেফতার করা হয়েছে। হত‍্যাকান্ডের জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ