জুবায়ের আহমেদ
চীনে সরকারের আমন্ত্রণে দেশের ২০ জন ব্যবসায়ীদের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন। বাংলাদেশের ২০ সদস্যের ব্যবসায়ীদের প্রতিনিধি দলটি মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১ টায়
চায়না সাউদার্ন এয়ার লাইন্সের একটি বিমান যোগে ৮ দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন।
জানা যায়, চীন সরকারের আমন্ত্রণে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় সফরে চীনের রওনা দিবেন। ২০ জন ব্যবসায়ী সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন নরসিংদী চেম্বারের সদস্য জেলার প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান মায়া ইভেন্টেস’র সত্ত্বাধিকারী তৌহিদুর রহমান তৌকির। ২০ জন ব্যবসায়ী প্রতিনিধি দলটি আগামী ১৬ নভেম্বর হোওজু প্রদেশের স্টেট মিনিষ্টারের সাথে বৈঠকের কথা রয়েছেন। এছাড়া চীনের স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে একাধিক বৈঠকের কথা রয়েছে। দেশের ব্যবসায়ীদের এই প্রতিনিধি দলটি ৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী ২২ নভেম্বর শেষে দেশে ফিরে আসবেন বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা তৌহিদুর রহমান তৌকির জেলার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । ব্যবসার পাশাপাশি তিনি সাংবাদিকতায়ও জড়িত রয়েছেন। নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আমরা নরসিংদীবাসী পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বরত আছে এই ব্যবসায়ী নেতা। তৌহিদুর রহমান তৌকির গণমাধ্যম কর্মীদের সংগঠন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।