খাসখবর প্রতিবেদক
চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর খাসখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন’র মা ফাতেমা বেগম। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রায়পুরা উপজেলার করিমগঞ্জস্থ আমিরগঞ্জ ইউনিয়ন কৃষি অফিস মাঠে জানাজা শেষে বালুয়াকান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যূবরণ করেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যূকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগাহী রেখে গেছেন।
তার এই মৃত্যূতে নরসিংদী খাসখবর পরিবারে পক্ষ থেকে শোক প্রকাশসহ শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেধনা জানানো হয়। এছাড়ার তার মৃত্যতে জোনাকী টেলিভিশন পরিবার নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়।