বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় চিনিশপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সায়েম ভূঁইয়া চিনিশপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য। ইংরেজী নতুন বছরে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। মহান আল্লাহর অশেষ রহমতে বৈশ্বিক সঙ্কটের মধ্যেও আমরা একটি সফল বছর অতিক্রম করেছি।
বিগত বছরের শেষে দিকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আপনারা চিনিশপুরবাসী ভোটের মাধ্যমে আমাকে চিনিশপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত করেছেন। আমার মাথায় তুলে দিয়েছেন কর্তব্য ও দায়িত্ব। আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যেন সুন্দরভাবে পালন করতে পারি সে জন্য আপনাদের নিকট দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। আসুন নতুন বছরের শুরুতেই নতুন উদ্যমে কর্মচাঞ্চল্যে মুখরিত হই। আমরা সবাই মিলে ইসলামী ব্যাংক, দেশ ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবাে ইনশাআল্লাহ। পরিশেষে, আপনার ও আপনার পরিবারের সুস্থতা ও কল্যাণ কামনা করছি। আমীন।