আব্দুল জলিল মিয়া
নরসিংদীর চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটের ব্যবধানে মোটরসাইকেল প্রতীকে মেহেদী হাসান তুহিন নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপে রবিবার (২৮ নভেম্বর) নরসিংদী জেলার ২২ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করে। ফলাফলে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদে এক হাজার ৫৯১ ভোট বেশী পেয়ে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মেহেদী হাসান তুহিন চেয়ারম্যান নির্বাচিত হয়।
চিনিশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান চেয়ারম্যান মো: নূরুজ্জামান। অপর প্রার্থীরা হলেন, আ’লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শিবলু ভূঞা (আনারস), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান তুহিন ( মোটরসাইকেল)।
চিনিশপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৯১৬। এদের মধ্যে ইউনিয়নের ১১টি ভোটকেন্দ্রে ১৭ হাজার ৬৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তদ্মধ্যে বৈধ ভোট ১৭ হাজার ২৩১টি এবং ৪১০টি ভোট বাতিল বলে গন্য হয়। মেহেদী হাসান তুহিন মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭ হাজার ৩১০ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মো: নূরুজ্জামান নৌকা প্রতীকে পায় ৫ হাজার ৭১৯ ভোট। তাদের ভোটের ব্যবধান এক হাজার ৫৯১ ভোট।
ফলাফল ঘোষণার পর পর তুহিন ও তার সমর্থকদের উপর হামলা চালায় বিপক্ষ দলের সমর্থকরা। এসময় তুহিনকে উদ্দেশ্য করে গুলিও ছোড়া হয়। তুহিন এবং তার সমর্থকরা আত্মরক্ষার্থে নরসিংদী প্রেসক্লাবে ভিতরে গিয়ে আশ্রয় নেয়।
চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করায় মেহেদী হাসান তুহিন চিনিশপুর ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মেহেদী হাসান তুহিন ঐতিহ্যবাহী চিনিশপুর ভূঁইয়া বাড়ীর সন্তান। পিতা জালাল ভূঁইয়া ও চাচা বীর মক্তিযোদ্ধা মৃত বদরুজ্জামান ভূঁইয়ার এলাকায় ব্যাপক সুনাম রয়েছে। এদিকে চিনিশপুর গ্রামের এই কৃতি সন্তান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খবরে উল্লাসে চিনিশপুরের তরুন-বৃদ্ধসহ সকল শ্রেণি পেশার লোক জন।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নরসিংদী থেকে সম্প্রচারিত একমাত্র আইপি টেলিভিশন চ্যানেল জোনাকী টেলিভিশনের বার্তা প্রধান মোঃ শাহাদাৎ হোসেন রাজু নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান তুহিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মেহেদী হাসান তুহিন চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়ে নরসিংদীর খাসখবর পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নরসিংদীর খাসখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন ও নির্বাহী সম্পাদক আব্দুল জলিল মিয়া।