আজ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাকরীর প্রলোভনে কিশোরীকে ধর্ষণ; গ্রেফতার ৩

বেলাব প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে চাকরীর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে এক কিশোরীকে গণধর্ষন করা হয়েছে। উপজেলার নারায়নপুর বাজারস্থ খোরশেদ মিয়া নামে এক ব্যক্তির ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর পিতা কুদ্দুস মিয়া ঘটনার পর মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলাব থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৭।

মামলা দায়েরের পর পুলিশ মঙ্গলবার ধর্ষক মোহাম্মদ আলী ও ধর্ষনে সহযোগীতার অভিযোগে জুয়েনা আক্তার ও তার স্বামী খোরশেদ আলমসহ তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

মামলা সূত্রে জানা যায়, গত রবিবার (১৩ নভেম্বর) দিন সকালে উক্ত কিশোরী ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামের তার এক বান্ধবীর বাড়িতে বেড়ানো শেষে সকালে বাস যোগে বেলাব উপজেলার নারায়নপুর এলাকার তার কর্মস্থলে আসার পথে বাসের মধ্যেই পরিচয় হয় রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের পাহাড়কান্দি গ্রামের খোরশেদ মিয়ার স্ত্রী জুয়েনা আক্তারের সাথে। এসময় উক্ত কিশোরীর সাথে কথাবার্তার এক পর্যায়ে চাকরীর প্রলোভন দেখিয়ে জুয়েনা আক্তার কিশোরীকে তার নারায়নপুর এলাকার ভাড়া বাসায় নিয়ে যায়।

পরে উক্ত কিশোরীকে খাবার খাইয়ে বিশ্রাম নিতে বলে ঘরের বাইরে চলে যায় জোয়েনা আক্তার ও তার স্বামী খোরশেদ মিয়া।

বিকাল ৪ টার দিকে তাদের সহযোগীতায় রায়পুরা উপজেলার পাহাড়কান্দি গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৪০) ও একই গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে সোহরাব হেসেন(৪০) ঘরে ঢুকে দরজা বন্ধ করে কিশোরীকে উপর্যুপরি গণধর্ষন করে চলে যায়।

এসময় ধর্ষিতার ডাক-চিৎকারে বাসার মালিক খোরশেদ মিয়া ও তার স্ত্রী জুয়েনা আক্তার এসে ঘটনাটি কাউকে না বলার জন্য কিশোরীকে শাসায় নয়তো তার ক্ষতি হবে। পরদিন সোমবার ধর্ষিতা কিশোরী আবার খোরশেদ মিয়ার ভাড়া বাসায় গিয়ে স্থানীয়দের ঘটনাটি জানিয়ে বিচার দাবি করে। ধর্ষিতা কিশোরীর মুখে ঘটনার বিষয়ে শুনে স্থানীয়রা খোরশেদ মিয়া ও তার স্ত্রী জুয়েনাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুইজন ধর্ষকের মধ্যে মোহাম্মদ আলীসহ ৩ জনকে গ্রেফতার করে।

ধর্ষিতা কিশোরীর পিতা আব্দুস কুদ্দস বলেন, আমি এ ঘটনার আমি আইনের আশ্রয় নিয়েছি। আমার মেয়ের সর্বনাশ যারা করেছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা অভিযোগের প্রেক্ষিতে আমরা একজন ধর্ষক ও ধর্ষনের সহযোগীতাকারী দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছি। ধর্ষিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ