নিজস্ব প্রতিবেদক
না ফেরার দেশে চলে গেলেন নরসিংদী জেলার কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও অর্থ সচিব খোরশেদ আলম। বুধবার (২৮ জুলাই) ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর (বর্তমানে যা মতিউর নগর) গ্রামে জন্ম নেওয়া দেশের এই বিশিষ্ট অর্থনীতিবিদ জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বড় ভাই।
মোঃ খোরশেদ আলম ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পঞ্চম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯২ সালের ২০ ডিসেম্বর গভর্নর হিসাবে দায়িত্ব লাভ করেন এবং ১৯৯৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত ওই পদে অধিষ্টিত ছিলে।
নরসিংদী জেলার এই কৃতি সন্তানের মৃত্যুতে জোনাকী টেলিভিশন পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সেই সাথে মহান আল্লাহ তাআলা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন ওই দোয়া করছি।