খাসখবর প্রতিবেদক
নরসিংদীর পলাশে সড়কের পাশে একটি কলা ক্ষেত থেকে কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় মো. ইসমাইল মিয়া (২৪) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহের মাথার বা পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয় পুলিশ।
নিহত মো. ইসমাইল মিয়া নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের মো. ইব্রাহীম মিয়ার ছেলে। ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময় তাকে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে দড়িচর গ্রামের পাকা সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করেন।
ইসমাইল মিয়ার স্বজনেরা জানায় সোমবার বিকেল ৩টার দিকে ইসমাইল বাড়ি থেকে অটোরিকশা নিয়ে নরসিংদী শহরের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে নরসিংদী মডেল থানায় যাওয়ার পর সেখান থেকে পলাশ উপজেলার গজারিয়া এলাকায় একটি লাশ উদ্ধার হয়েছে বলে জানানো হয়। পরে সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করেন তারা।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের সময় ওই অটোচালকের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তার মাথার বা পাশে জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি মুখ বেধে হত্যার পর লাশ সড়কের পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।