খাসখবর প্রতিবেদক
।মাধবদী থানাধীন খিলগাঁও এলাকায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যাক্তি মালিকানাধীন জমিতে কালভার্ট নির্মাণ করছে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
খোঁজ নিয়ে জানা যায়, নরসিংদী সদর উপজেলার চৌদ্দপাইকা মৌজাস্থিত সি.এস-৭৬৩
আর. এস-১৭৫৭ ১৬৪৩ নং খতিয়ানে সি.এস ৭৭০ এস.এ-৭৭০ আর, এস-১০১৭ নং দাগে ০৪ একর জমি নরসিংদী সদর উপজেলার পশ্চিম দত্তপাড়া এলাকার মো: আবু সাঈদ মিয়ার ছেলে মোঃ জনি মিয়া বায়না সূত্রে মালিক হয়ে ভোগদখলে রয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান জমি মালিককে কোনরকম ক্ষতিপূরণ বা জমির মূল্য পরিশোধ না করে কালভার্ট নির্মাণ শুরু করে। এনিয়ে মালিকপক্ষ তাদের বাধা দিলে তারা তাতে কর্ণপাত না করে তাদের কার্যক্রম চালিয়ে যায়। পরে তারা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে।
রিট পিটিশন নং: ৬৫26/2020 এর আদেশমূলে মহামান্য হাইকোর্ট নিম্ন তফসিলবর্ণিত ভূমিতে স্থিতাবস্থার আদেশ প্রদান করে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ঠিকাদারি প্রতিষ্ঠান মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এব্যাপারে জানতে চাইলে কর্মরতদের কেউ কথা বলতে রাজি হয়নি।
পরে ঠিকাদার মামুনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।