মো: শাহাদাৎ হোসেন রাজু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নরসিংদীতে যুবদলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর শহর ও সদর উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে চিনিশপুরস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী শহর যুবদলের আহবায়ক মাহমুদ হাসান চৌধুরী সুমন এর সভাপতিত্বে এবং সদস্য-সচিব শামীম সরকার এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইলিয়াস মিয়া, জেলা যুবদলের সহ-সভাপতি সোরহাব হোসেন, সদর থানা যুবদলের সদস্য সচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রুবেল, যুগ্ম আহবায়ক টিপু সুলতান, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক গুলজার হোসেন,, সজিব ভূঁইয়া, সোহাগ প্রমূখ।
এসময় বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমানে অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এখানে তার সুচিকিৎসা হচ্ছেনা। ওনাকে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে গিয়ে সুচিকিৎসার প্রয়োজন। তাই ওনা বিদেশে নিয়ে চিকিৎসা করানোর অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানান।
পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ওলেমা দলের জেলা শাখার সভাপতি মাওলানা নূরুল ইসলাম।