খাসখবরব প্রতিবেদক
বাঙালি জাতির মহানায়ক, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে নরসিংদী পলাশের চরনগরদী কল্যাণী ইনক্লুসিভ স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (১৫ আগাস্ট) জাতীয় শোক দিবসে স্কুল চত্বরে স্কুলের কোমলমতি প্রতিবন্ধি শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সকল শহিদের স্মরণে চরনগরদী কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক কারমরুল হাসান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা সুলতান উদ্দিন পাঠান, স্থানীয় আওয়ামী লীগ নেতা জুলহাস মোল্লা, কেনু ভূ্ইয়াসহ স্কুলের সহকারী শিক্ষকগণ সহ নরসিংদী জেলা রিপোর্টাস ক্লাব ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন।