আজ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমপুর আর্দশ ছাত্র ও যুব সংঘের উদ্যোগে মেধা সম্মাননা স্মারক

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী সদর উপজেলার করিমপুর আর্দশ ছাত্র ও যুব সংঘের উদ্যোগে মেধা সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর ) করিপুর পাবলিক ইন্সটিটিউট প্রাঙ্গণে আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মো: আববাছ আলী সরকার।
অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সমাজের বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মোট ১৮ জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানটি সার্বিক ব‍্যবস্থাপনায় ছিলেন মো: আমিনুল ইসলাম, যোবায়েল ইসলাম, মো: জালাল উদ্দিন সরকার ও ইয়াছিন মিয়াসহ সংগঠনের সদ‍স‍্যবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, মো: জসিম উদ্দিন সরকার।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ