টাকা
নূরুল ইসলাম নূরচান
জিনিস-পত্রের দামে
শরীর খালি ঘামে
আমি কি করি ভাই
বুঝে কিছু না পাই,
গিন্নি বলে, ঘরে বাজার
সদাই কিছুই নাই
পকেট আমার ফাঁকা
কোথায় পাব টাকা?
চিন্তায় দুচোখে ঘুম নাই
দোকানি মজা করে বলে,
এমন কেন করেন ভাই
আপনার জন্য মানা নাই,
যা খুশি তাই নেন
টাকা একটু বেশি দেন
মৌসুমি প্রচন্ড গরমে
খাবেন খুব আরামে।