আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উপজেলা চেয়ারম্যানের সাথে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঁইয়া’র সাথে সৌজন্য সাক্ষাত করছেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা। এসময় জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সদর উপজেলা চেয়ারম্যান জেলার বৃহৎ এই সাংবাদিক সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকলের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।

সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি টুটুল সিকদার, দপ্তর সম্পাদক এডভোকেট হুমায়ন কবীর, প্রচার সম্পাদক খন্দকার শফিউদ্দিন প্রমূখ।

সাংবাদিকদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়ের এক পর্যায়ে মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বাচ্চু এসে যুক্ত হন। এছাড়া এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার, ইউনিয়ন পাইকারচর পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম।,

     এ ক্যাটাগরীর আরো সংবাদ