আজ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদে নতুন পাঞ্জাবি পেয়ে খুশি পলাশের অর্ধশতাধিক এতিম

পলাশ প্রতিনিধি

নরসিংদীর পলাশে হাফিজিয়া মাদ্রাসা অর্ধশতাধিক এতিম ছাত্রকে ঈদুল আযহা উপলক্ষে নতুন পাঞ্জাবি উপহার হিসেবে পাঠিয়েছেন স্থানীয় এক সৌদি প্রবাসী। ঈদে নতুন পাঞ্জাবি উপহার পেয়ে মহাখুশি এতিম এই ছাত্ররা। উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর কাসিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের জন্য এ ঈদ উপহার পাঠান পার্শ্ববর্তী পারুলিয়া গ্রামের সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হারিছুল হক।

বৃহস্পতিবার (১৫ জুলাই ) সকাল ১০ টায় এতিমখানা চত্বরে এতিম এই ছাত্রদের হাতে ঈদ উপহারের পাঞ্জাবি তুলে দেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোঃসহিদুল্লাহ চৌধুরী। এসময় মাদ্রাসার সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এদিকে ঈদে নতুন পাঞ্জাবি হাতে পেয়ে খুশি যেন ধরে এতিম এই শিশু-কিশোরদের। তাদের চোখে মুখে ফুটে উঠেছিল আনন্দ উল্লাস।

উল্লেখ্য, মাঝেরচর কাসিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি ২০১৭ সালে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে। মাদ্রায় রয়েছে তিন কক্ষ বিশিষ্ট পুরাতন একটি টিনসেড বিল্ডং , পাশেই নতুন ভবন নির্মাণের কাজ চললেও বর্তমানে টাকার অভাবে তা বন্ধ রয়েছে। নেই কোন টয়লেট বা গোসলখানা। রাস্তার ওপারে থাকা মসজিদদের গোসলখানা ও টয়লেট ব্যবহার করে এতিম ছাত্ররা। অর্ধশতাধিক এতিম ছাত্র, শিক্ষকদের সমস্যার অন্ত নেই। পরিচালনা পরিষদ, শিক্ষক ও এতিম ছাত্ররা তাদের এই আকুতির কথা প্রশাসনের উচু স্তরের কর্তাদের নজরে আনার জন্য অনুরোধ জানান উপস্থিত সংবাদ কর্মীদের কাছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ