হাফিজুর রহমান
নরসিংদীতে ঈদের নামাজ পড়তে গিয়ে ঈদগাহের মেহরাবের দেয়াল ধসে মোঃ জালাল মিয়া (৬০) নামে এক মুসল্লি নিহত হয়েছে। মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতরের দিন সকালে প্রচন্ড বাতাস ও বৃষ্টিতে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের গণেরগাঁও ঈদগাহের মেহরাবের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
নিহত জালাল মিয়া মাধবদীর নগরবানিয়াদী গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গণেরগাঁও শাহী ঈদগা মাঠে সকাল সাড়ে ৯টায় নির্ধারিত সময়ে ঈদের জামাত শুরু হয়। নামাজ শেষে মোনাজাতের সময় হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে সবকিছু লন্ডভন্ড করে দেয়। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।
এসময় কিছু সংখ্যক মুসল্লি ঈদগাহ মাঠের মেহেরাবের দেয়ালের পাশে অবস্থান নেয়। হঠাৎ মেহেরাবের দেয়াল ধসে জালাল মিয়াসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহত জালাল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওযায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।। ঢাকা নেওয়ার সময় পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
আহতদের মধ্যে গোলজার (৫০), মাহফুজ(৫৫), আ. লতিফ ভূঁইয়া(৯০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।