খাসখবর প্রতিবেদক
নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলীজান জে এম একাডেমীর ৪০ বছর পূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে এক্স স্টুডেন্ট ফোরাম’র এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে একাডেমী চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
আলীজান জে এম একাডেমী এক্স স্টুডেন্ট ফোরাম’র আহবায়ক সনেট মোহাম্মদ নোমান’র সভাপতিত্বে এবং সদস্য সচিব এড. আসাদ আলী’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মনিরুল হক জাবেদ, খায়রুল আনআম, আব্দুল কাদির মিয়া, বাবুল মিয়া, কাজী মো.রেজাউল করিম হেলাল, ফারুখ হোসেন মো. শাহাদাৎ হোসেন রাজু, হৃদয়ে আমার আলীজান জে এম একাডেমী স্কুল, নরসিংদী গ্রুপের এডমিন সাইফুল ইসলাম টিপু প্রমূখ।
এসময় বর্ষপূর্তি অনুষ্ঠান সার্থক করার জন্য সর্ব সম্মতিক্রমে কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।