আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমিরগঞ্জে প্রয়াত চেয়ারম‍্যান নাসির উদ্দিন খানের স্মরণসভা

মো: ফরহাদ আলম

নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদ্যপ্রয়াত চেয়ারম্যান নাসির উদ্দিন খাঁনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার করিমগঞ্জ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু এমপি।

ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অহিদুজ্জামান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ।

এসময় আরও উপস্থিত ছিলেন অলিপুরা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূইয়া মাসুদ, রায়পুরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হালিম, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক দুলাল চন্দ্র সাহা, প্রয়াত নাসির উদ্দিন খাঁনের সহধর্মিণী শাহানা আক্তার, করিমগঞ্জ মধ্যপাড়া সঃপ্রাঃ বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাঈমুল ভূইয়া বাশার, সাধারণ সম্পাদক এসএম শরিফুল ইসলামসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

প্রয়াত চেয়ারম্যান নাসির উদ্দিন খাঁনের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার জন্য তার সহধর্মিণী শাহানা আক্তার আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তাবে সম্মতি প্রদান করেন এম পি রাজি উদ্দিন আহমেদ রাজু।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ