আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আনন্দ আয়োজনের মধ্যদিয়ে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের নৌ- ভ্রমন

খাসখবর প্রতিবেদক

দিনব্যাপী বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্য দিয়ে নরসিংদী সাংবাদিক ইউনিয়ন (এনজেইউ)র সদস্যদের বার্ষিক নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) নরসিংদী লঞ্চঘাট থেকে বাঞ্ছারামপুরে স্বপ্নদীপ পার্কে এ নৌভ্রমণে সংগঠনের নবীন ও প্রবীণ সদস্যরা পরিবার পরিজন নিয়ে অংশগ্রহন করে।

পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার সকালে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যরা তাদের স্ত্রী-সন্তানদের নিয়ে লঞ্চঘাট এসে হাজির হয়। পরে সকাল সাড়ে ১০টায় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যদের বহনকারী নৌকাটি স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নরসিংদী থেকে স্বপ্নদ্বীপ পর্যন্ত যাত্রার প্রায় এই দুই ঘন্টা হাসি-ঠাট্টা ও আনন্দ-উল্লাসে মেতে থাকে সংগঠনের সদস্যরা। এসময় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু উপস্থিত সদস্যসহ সকলকে পরিচয় করিয়ে দেন।

বেলা সাড়ে ১২ টার দিকে সাংবাদিক ইউনিয়নের সদস্যদের বহনকারী নৌকাটি স্বপ্নদ্বীপের ঘাটে এসে ভীরে। স্বপ্নদ্বীপে প্রবেশের পর সদস্যদের পরিবার পরিজনের সাথে মধ্যাহ্ন ভোজের পূর্ব সময় পর্যন্ত উন্মুক্ত ঘোরাফেরা জন্য সময় বেধে দেওয়া হয়। বেলা তিনটার দিকে মধ্যাহ্নভোজ শেষে নৌ ভ্রমণে অংশ নেওয়া ছোট বড় সকলের জন্য ব্যবস্থা রাখা বিভিন্ন খেলাধুলা পর্ব সদস্যদের ছেলে-মেয়েরা ঝুড়িতে বল নিক্ষেপ খেলায় অংশ নেয়।বয়স ভিত্তিক ছেলে-মেয়েদের দু’গ্রুপ  এ খেলায ৮ জন প্রতিযোগী অংশ নেয়।

পরে নৌ-ভ্রমণে উপস্থিত প্রায় ৩০ জন নারী- পুরুষ দুটি ভাগে বিভক্ত হয়ে ‘অন্ধের হাঁড়িভাঙ্গা খেলায় অংশ নেয়।  স্বপ্নদ্বীপ পার্কে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রায় ৩০ জন অন্ধ নারী পুরুষ হাড়িভাঙ্গতে ব্যর্থ চেষ্টা চালায়। অন্ধ নারী পুরুষের এই খেলাটি সকলের কাছে বেশ উপভোগ্য হয়ে ওঠে। এসময় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের নৌ-ভ্রমণে অংশগ্রহনকারীরাসহ অন্যান্য এলাকা থেকে স্বপ্নদ্বীপে পিকনিক করতে আসা বিভিন্ন লোকজন এ খেলা দেখতে সেখানে ভীড় জমায়।

সন্ধ্যার পূর্বক্ষণে সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ সকলকে নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে তাদের বহনকারী নৌকাটি। এ সময় মহিলারা ‘সতীনের ছেলে কেউ রাখে না কোলে’ খেলায় অংশ নেয়। মিউজিকের তালে তালে খেলাটি সকলের আনন্দের খোরাক হয়ে ওঠে। খেলা শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এরইমধ্যে তাদেরকে বহনকারী নৌকাটি নরসিংদীর লঞ্চঘাটে এসে ভীড়ে।

নরসিংদী লঞ্চঘাটে নৌকা থেকে নেমে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, সহ সভাপতি খন্দকার আমির হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুজন বর্মন দীপ, নির্বাহী সদস্য কাজী ফয়জুল জালাল লিমন, শামীম মিয়া, সাব্বির হোসেন ও হারুনুর রশিদ প্রমুখ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ