আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামীলীগ উন্নয়ন ও ঐক্যের রাজনীতি করে: শিল্পমন্ত্রী

বেলাব প্রতিনিধি

শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার উন্নয়নের অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। নির্বাচনকে সামনে রেখে তা বানচাল করতে যারা বিশৃঙ্খলা করবে তাদেকে শক্ত হতে ধমন করতে হবে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের রাজনীতি করে। প্রতিহিংসা পরায়ন হয়ে ধ্বংসাত্বক রাজনীতি বরাবরই পরিহার করে এসেছে দলের নেতাকর্মীরা। আমাদের রাজনীতি ঐক্য ও উন্নয়নের। রাজনীতিতে প্রতিহিংসা নয়,প্রতিযোগিতা থাকবে উন্নয়ন থাকবে।

দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শমসের জামান ভূঁইয়া রিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান খাঁন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীর আহমেদ।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. শামীম পারভেজের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন খান মোমেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সম্রাট প্রমূখ নেতৃবৃন্দ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বাস্তবায়নে নবনির্মিত চারতলা এই একাডেমিক ভবন নির্মাণ ব্যয় হয় ২ কোটি ৮৪ লাখ টাকা। আর ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করেন মেসার্স এস এন্ড এস এন্টারপ্রাইজ নামে ঠিকাধারী প্রতিষ্ঠান।

পরে মন্ত্রী উপজেলায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ২৬ টি রাস্তা পাকা করন কাজের উদ্বোধন করেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ