খাসখবর প্রতিবেদক
নব গঠিত নরসিংদী জেলা ছাত্র দলের কমিটি গঠনের প্রতিবাদে মনব্বন্ধন করেছে ছাত্র দলের একাংশ। মানববন্ধন কারীদের দাবী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলার কারা নির্যাতিত ত্যাগী ছাত্রনেতাদের বাদ দিয়ে অযোগ্যদের নিয়ে জেলা কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় শহরের উপজেলা মোড়স্থ নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলা ছাত্রদলের পদ বঞ্চিত ছাত্রনেতা ও তাদের সমর্থকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব প্রার্থী মাইদুল মিহাল, শহর ছাত্রদল সভাপতি পদপ্রার্থী ফাহিম ভুইয়া রাজ অভি, শহর ছাত্রদল সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ সাফিয়ান যাবের, জেলা ছাত্রদল নেতা ফাতিম আলম নাফি, পলাশ থানা ছাত্রদল নেতা সাফাতি মির্জা বিজয় নরসিংদী সরকারি কলেজ ছাত্রদল নেতা সানভির আহমেদ নিবিড় ও শহর ছাত্রদল নেতা সাইফুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে ছাত্রনেতারা শনিবার শিবপুরের ইটা খোলায় ঘটে যাওয়া ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রনেতারা বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন জাতীয় বীর হিসেবে পরিচিত। তিনি একসময় ছাত্রদলের কান্ডারী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এর দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয় নব্বইয়ের স্বৈরাচারী বিরোধী গণ আন্দোলনে একজন রূপকার ছিলেন। ছাত্রদলে নেতৃ থাকা এই সাবেক ছাত্রনেতা তার সন্তানতুল্য ছাত্রদলের নেতাকর্মী উদ্দেশ্যে গুলিছুড়ে তিনি যে কতটা বিবেকবান তারই প্রমাণ দিয়েছেন।
ছাত্রদল নেতারা আরো বলেন, বিগত সময়ে এই নেতার লেজুর ভিত্তিক রাজনীতি যারা করে গেছেন সেই সকল অযোগ্য ছাত্র নেতাদেরই ঠাই হয়েছে আজকের এই জেলা ছাত্রদলের কমিটিতে। যে সকল ছাত্রনেতা চাটুকারিতায় অভ্যস্থ নয়, দক্ষ ও যোগ্যতা থাকা সত্ত্বেও সেই সকল মেধাবী ছাত্রনেতাদের কারোই ঠাঁয় হয়নি ছাত্রদলের এই মিটিতে।
ছাত্রদল নেতারা তাদের বক্তব্যে শনিবারের এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ বিষয়ে ছাত্রদল নেতাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে অযোগ্য ছাত্রনেতাদের নিয়ে গঠিত জেলা ছাত্রদলের কমিটি বাতিল করে ত্যাগী, দক্ষ,যোগ্য ও মেধাবী ছাত্র নেতাদের সমন্বয়ে পূন:গঠনের দাবী জানান।
এদিকে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদ্য গঠিত নরসিংদী জেলা ছাত্রদলের কমিটির সিনিয়র সহসভাপতি পদবঞ্চিতদের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা মাইনুদ্দিন ভূঁইয়া ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেককে দলের বিভিন্ন পথ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। এছাড়া ছাত্রনেতা ফাহিম ভুইয়া রাজ অভিকে স্থায়ীভাবে বহিষ্কার করেন কেন্দ্রীয় ছাত্রদল। রবিবার ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তিত এতথ্য জানা যায়।