আব্দুল জলিল মিয়া
অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে নরসিংদীর সিনিয়র সাংবাদিক বিজয় টিভির জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম। বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ আল-করিম হাসপাতালে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুনগাহী রেখে গেছেন।
তিনি গত ১ জানুয়ারি বেলাব উপজেলার ভাটেরচর এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে সিএনজি চালিত অটোরিকশা যোগে নরসিংদী শহরে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে প্রথমে তাকে নরসিংদী ও পরে ঢাকার সায়েদাবাদেস্থ আল-করিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার ১১ দিন পর তার মৃত্যু হয়। তিনি নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লায় বসবাস করতেন এবং দীর্ঘ প্রায় ৩ যুগ ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।
জেলার এই সিনিয়র সাংবাদিকের মৃত্যূতে গোটা সাংবাদিক সমাজসহ, বিভিন্ন সামাজিক, পেশাজীবি ও সাংস্কৃতিকমহলে শোকের ছায়া নেমে আসে।
আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর নরসিংদীর শহরের বানিয়াছলস্থ রেলওয়ে ঈদগাঁ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।